GeneralGlobal WatchNewsPoliticsSambad MatamatWorld

বর্তমানে বাংলাদেশ থেকে শান্তি উধাও হয়ে গেছে 

সিতাংশু গুহ 

বাংলাদেশে সংকট ঘনীভূত হচ্ছে। ড: ইউনুস বাংলাদেশ বিক্রী করে দিতে চাচ্ছেন, বাঁধ সাধছে সেনাবাহিনী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও তিনবাহিনী। অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিতে চাচ্ছে, সেনাবাহিনী তাতে রাজি নয়। তাদের স্পষ্ট বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকার ঐ দু’টি বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিন বাহিনী প্রধান ড: ইউনূসের সাথে দেখা করেছেন। ২০শে মে সেনাসদরে দরবার বৈঠকের সিদ্ধান্তগুলো যথেষ্ট জোরালো ছিলো এবং জনগণ তা পছন্দ করেছে। 

প্রধান উপদেষ্টা ড: ইউনুস চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে দিতে উঠেপড়ে লেগেছিলেন। তিনি এমনও বলেছেন, জনগণ রাজি না থাকলে জোর করে রাজি করাতে হবে? একটি অন্তর্বর্তী সরকার করিডোর বা চট্টগ্রাম বন্দর লীজ দিতে পারে কিনা এমত প্রশ্নে ড: ইউনুস বলেছেন, জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, এবং তিনি যা-ইচ্ছে তাই করতে পারেন। সেনাবাহিনী হয়তো তাকে বুঝিয়ে দিয়েছে যে, না, তিনি চাইলেই সবকিছু করতে পারেন না? গুজব রয়েছে যে, ড: ইউনুস সেনাপ্রধানকে বরখাস্ত করতে চেয়েছিলেন, রাষ্ট্রপতি তাতে সম্মত হননি। 

অন্তর্বর্তী সরকারের পেছনে কার্যত: কেউ নেই, শুধুমাত্র শুধু স্বাধীনতাবিরোধী, পাকিস্তানপন্থী, ধর্মান্ধ মৌলবাদী এবং সন্ত্রাসীরা ছাড়া। পক্ষান্তরে জনগণ স্পষ্টত: সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। দরবার বৈঠকে সেনা সদস্যরা পরিষ্কার বলেছে, স্বাধীনতার বিপক্ষে কিচ্ছু করা যাবেনা। দেশের মানুষ ইউনুস সরকারের বিদায় চায়, কারণ এদের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। গত ৯মাসে এ সরকার একটি ভাল কাজ করতে পারেনি, বরং ‘মব জাস্টিস’ দিয়ে সমস্যার সমাধান করতে চেয়েছে। সাধারণ মানুষ, বিশেষত: মহিলারা ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছে। 

জুন মাসটি তাৎপর্যপূর্ণ হতে পারে। ঈদের পর ‘হানিমুন’ শেষ। তথাকথিত জুলাই বিপ্লবের ‘সনদ’ মধ্য জুনে ঘোষণা হবার কথা? আদৌ হবে কি? যদি হয় তাতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বিপদগ্রস্থ হবার সম্ভবনা থাকবে। ১৯৯০’র পর বাংলাদেশে সেনাবাহিনী কখোনো ক্ষমতা নেয়নি। ২০০৬-২০০৮-এ ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকার সেনা-সমর্থিত ছিলো, এবং বাংলাদেশের এযাবৎ কালের ইতিহাসে ওই দুই বছর দেশের মানুষ শান্তিতে ছিলো। শান্তিতে নোবেল বিজয়ী ড: মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশ থেকে শান্তি উধাও হয়ে গেছে।

শেখ হাসিনা’র পতনের পর দেশের মানুষ ড: ইউনুস-কে সমর্থন দিয়েছিলো, তিনি জাতিকে হতাশ করেছেন। দেশ শাসন করার যোগ্যতা তার নেই। তিনি হয়তো পালিয়ে রক্ষা পাবেন। তাঁর সরকারের ভাগ্যে কি ঘটবে কেজানে? গত ৯মাসে ড: ইউনুস দেশের যত ক্ষতি করেছেন, সেই ক্ষতি পোষাতে ৯বছর সময় লাগবে। বাংলাদেশে শান্তি ফিরে আসুক। একটি অবাধ নির্বাচনের মধ্যে দিয়ে স্বাধীনতার সপক্ষের একটি সরকার ক্ষমতাসীন হোক. দেশের মানুষ আবার ভোট দিতে পারুক। মো: সুমন নামের এক যুবক আমায় লিখেছে, দাদা, আমি ভোটার হয়েছি ২০১০ সালে, আজ পর্যন্ত ভোট দিতে পারিনি।  Pic courtesy: Somoy News

Leave a Reply

Your email address will not be published.