GeneralGlobal WatchNewsSambad MatamatWorld

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৫ 

নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৫। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই ঐতিহাসিক মেলাটি ২৪ ও ২৫ মে (শনিবার ও রবিবার) অনুষ্ঠিত হয় উডহেভেনের জয়া পার্টি হলে, যেখানে প্রবাসী বাঙালির সরব অংশগ্রহণে মেলাটি পরিণত হয় এক বর্ণাঢ্য মিলনমেলায়।

মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবি, যিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার অনুপস্থিতিতে শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং গতকাল আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করেন।

মেলার আয়োজনে সহযোগিতা করেন নিউইয়র্কের আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সামাজিক প্ল্যাটফর্ম ‘একাত্তরের প্রহরী’। এই মেলা কেবল একটি বইমেলা নয়—এটি ছিল মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস ও চেতনার এক আন্তর্জাতিক প্রকাশমঞ্চ।

জয়া পার্টি হল-এর হাজার স্কয়ার ফুটের মিলনায়তনটি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে। বঙ্গবন্ধুর স্মৃতিকে কেন্দ্র করে সেজেছিল পুরো মেলা প্রাঙ্গণ—বাংলাদেশের লাল-সবুজ পতাকা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, এবং স্বাধীনতা সংগ্রামের নানা চিত্রে অলংকৃত হয় মঞ্চ ও গ্যালারি।

মেলায় অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর আবৃত্তি, সংগীত, কবিতা ও কথামালায় সাজানো সাংস্কৃতিক পরিবেশনা। বইপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল প্রতিটি স্টল। অংশগ্রহণ করেন প্রবাসী লেখক, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও পাঠকেরা।

এই মেলাকে অনেকে বলছেন বিনির্মাণের প্রতীক। যখন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতি দেশমাটিতে নানা চক্রান্তে মুছে ফেলার অপপ্রয়াস চলছে, ঠিক তখন প্রবাসে এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে নতুন ইতিহাস রচনা করলো ।

মেলার সমাপ্তি ঘোষণার সময় বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম বলেন, “আগামী বছর আরও বৃহৎ পরিসরে, আরও সুশৃঙ্খল পরিকল্পনায় বইমেলার দ্বিতীয় আসর আয়োজন করা হবে।” তিনি একাত্তরের প্রহরীর সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং আগাম আমন্ত্রণ জানান সকলকে।

এই মেলা প্রমাণ করে, প্রবাসে থেকেও বাঙালি জাতির মূল চেতনা—মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা—কখনও ম্লান হয় না। নিউইয়র্কে অনুষ্ঠিত প্রথম বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৫ তাই শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি ছিল ইতিহাস ও চেতনার পুনর্জাগরণের এক অনন্য অধ্যায়। (সৌজন্যে – প্রজ্ঞা নিউজ ডেস্ক )

Leave a Reply

Your email address will not be published.