চাঁদের হাটে বই প্রকাশ

চাঁদের হাট বসেছিল কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলে ২৫ সে এপ্রিল ২০২৫ সন্ধ্যায় প্রকাশিত হলো লেখক ও চিত্রপরিচালক সজল সমাদ্দারের উপন্যাস “মুশকিল আসান”। প্রকাশক বসুধাননদ পাবলিকেশন , আগামীতে এটা হিন্দিতে সিনেমা হতে চলেছে।
লেখক একজন চিত্রকর ও চিত্রনাট্যকার হিসেবে পরিচিত হলেও “”মুশকিল আসান”” তার প্রথম উপন্যাস প্রকাশিত হলো। একঝাঁক বিদ্বজ্জনের উপস্থিতিতে আজকের সন্ধ্যাবেলা স্মরনিয় হয়ে থাকলো। লেখক শঙ্কর লাল ভট্টাচার্য, সাংবাদিক কল্যাণ মৈত্র, কবি ঋত্বিক ঠাকুর, পুরুষাধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্য, চলচ্চিত্র বিশেষজ্ঞ গৌতম ঘোষ, প্রকাশক বিশাল রায় এবং আরো বিশেষ গুণীজনদের উচ্ছশিতপ প্রশংসা আর বক্তব্যের মধ্য দিয়ে উপন্যাসের মোড়ক উন্মোচিত হলো।
লেখক জানালেন ২০ বছরের নিরলস পরিশ্রমে তৈরী চিত্রনাট্য থেকে এই উপন্যাস টি করেছেন। উপন্যাস টি জীবনের কথা বলে, স্বপ্নের পথ শেখায় ও লড়াইয়ের অনুপ্রেরণা দেয়। “”মুশকিল আসান”” সিনেমাটি তৈরির আগেই উপন্যাস আকারে পাঠকের কাছে পৌঁছে যাওয়ায় আজকের সন্ধ্যায় উপস্থিত পাঠকদের ভিড়ের উচ্ছাস ছিল নজর কাড়া।