GeneralNewsSambad Matamat

হিরোশিমা

অজয় নাথ

আজ ৬ অগাস্ট। শ্রাবণ মাসের ২১তারিখ । শকাব্দের হিসেবে ১৫ই শ্রাবণ। আজকের দিনটি ৮০ বছর আগে, ১৯৪৫ সালে, পৃথিবীর ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে দিয়েছে । জাপানের হিরোশিমা শহরে বিশ্বের ইতিহাসে প্রথমবার এ্যটম বোমা ফেলা হয়েছে । তার তিনদিন পর ৯ অগাস্ট নাগাসাকিতে ফেলা হয়েছে দ্বিতীয় বোমাটি । এরপর বিশ্বের আর কোথাও এই বোমা ফেলা হয়নি । সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরি সমাপ্তি ঘটেছে । এই সব ইতিহাস, এ্যটমবোমার ইমপ‍্যাক্ট, জাপানের ঘুরে দাঁড়ানো, সবকিছু প্রায় সবারই অল্পবিস্তর জানা আছে । সুতরাং এখানে তার আলোচনা অবান্তর । চর্বিতচর্বণই সার হবে ।

আমার ফোনে ফেসবুক নেই তাই সমাজ মাধমের সেই মঞ্চে কেউ কিছু লিখেছেন কী না বলতে পারব না । বোমার নামছিল লিটিল বয় বা ছোট ছেলে । তাও ভালো ছলে বলেছে মেয়ে বলেনি । সে যাই হোক তার দুবছরের মাথায় বৃটিশরা ভারত ছেড়ে চলে গেছে । কিন্তু যাবার আগে একটি বিষবৃক্ষ রোপন করেগেছে যার সর্বশেষ ফল অপারেশন সিন্দুর যা এখনও চালু রয়েছে । সেটা আমাদের সমস‍্যা । সিঁদুর টিদুর করে বাইরের শত্রুর সাথে লড়াই করা যায় কিন্তু দেশের ভতরে যারা রয়েছে তাদের সাথে লড়াই যে খুবই কঠিন সেটা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে ।

যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো বটে তৈরি হল দ্বিমেরু বিশ্বের ঠান্ডা লড়াই । রাশিয়া এবং আমেরিকা হলো দুটি মেরু । সেই ঠান্ডা লড়াইয়ে বিশ্ব দুভাগে ভাগ হলেও আমরা ঝুলে রইলাম মাঝখানে । তবে আমরা কোনও দলে নেই বলে একটি তৃতীয় দল গঠন করলাম যার নাম জুটনিরেপক্ষ। আমাদের বুদ্ধিজীবী মানুষেরা বিদেশ থেকে আমদানি করা নীতি গ্রহন করলেন । যার নাম বামপন্থা । বাংলার তথা পূর্ব ভারতের শিক্ষিত মধ‍্যবিত্ত মানুষের একটা বড় অংশ বুঝে হোক না বুঝে হোক সেই দলে নাম লিখিয়ে ছিলেন। পরবর্তী সময়ে এদের একটা বৃহৎ অংশ অন্য দলে চলে গেছে। তার ফলাফল এখন আমরা ভোগ করছি ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী দ্বিমেরু বিশ্ব এখন অনেক কটা ভাগে বিভক্ত । বিশ্বের অনেক দেশ পরমাণু শক্তিধর হয়েগেছে তার মধ‍্যে আমাদের ভারতবর্ষও রয়েছে । আরও কিছু দেশ পরমাণু শক্তিধর হয়ে ওঠার চেষ্টা করছে । তাই বলা যায় বর্তমান বিশ্ব বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে । সামান্য একটা স্ফুলিঙ্গের অপেক্ষা । পৃথিবী ধ্বংস হতে মুহূর্ত মাত্র সময় শাগবে ।

এমনিতেই বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের জন‍্য প্রায় প্রতিদিন বিশ্বের কোথাও না কোথাও প্রাকৃতিক বিপর্যয় নেমে আসছে । যার সর্বশেষ সংযোজন গঙ্গোত্রির দশ কিলোমিটার আগের একটি গ্রামের উপর নেমে আসা মেঘভাঙ্গা বৃষ্টিতে হড়পাবান এবং কাদার নদী । বাড়িঘর গাছপালা পথ ঘাট সব কয়েক সেকেন্ডের মধ‍্যে মোচার খোলের মত ভেসেগেল । কদিন আগেই কামাসচটকায় সমুদ্রের ১৯ কিলোমিটার গভীরে ৮.৮ মাত্রার ভূমিকম্প গোটা বিশ্বের শ্বাস রুদ্ধ করে দিয়েছিল । ক্ষয়ক্ষতির হিসেব এখনো সামনে আসেনি । সারা বিশ্ব এখন এক অর্থনৈতিক যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে । আমাদের এখানে বৃষ্টি বন্ধ হচ্ছে না । ফলে শাকসবজির ফলন কমেছে । গতকাল বাজারে গিয়ে যে কটা সব্জি নিলাম সব একসাথে ওজন করে ৮০ টাকা দরে দাম নিয়ে নিল । যাকে বলে মুড়ি মিছরির এক দর ।

আগামীকাল ২২শে শ্রাবণ। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে। কিন্তু বাংলার অন‍্যান‍্য পঞ্জিকা অনুসারে ২২শে শ্রাবণ হলো ৮ই অগাস্ট। সুতরাং কবিগুরুর মৃত‍্যুদিন পালিত হবে ৮তারিখ শুক্রবার । পরদিন দ্বিতীয় শনিবার । সুতরাং পশ্চিমবঙ্গে পরপর তিনদিন ছুটি । এদিকে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । আমরা এখন যদি ছোটখাটো ভ্রমণে যেতে না পারি একটু ইলিশ নিয়ে মাতামাতি করবই । তবে দামের হিসেব করলে সবার কপালে জুটবে না । তবে ছোট ইলিশেই কাজ চালাতে হবে । ঝুলন যাত্রাও শুরু হয়েছে । শনিবার পূর্ণিমা । রাখি বন্ধনের উৎসবক ।বিপর্যয়ের সাথে উৎসব সবদিক বজায় রেখে কে কেমন ভাবে চলে সেটাই দেখার । Pic Courtesy: New York Times

Leave a Reply

Your email address will not be published.