প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ জী মহারাজ।
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্মরণানন্দ জী মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বার্ধক্যজনিত কারণে মার্চ মাসের শুরু থেকেই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাত ৮টা ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ জী মহারাজ। শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ জী মহারাজের জীবনাবসানের পরে ২০১৭ সালেই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন।
আজ রাতভর ও আগামীকাল সারাদিন তাঁর দেহ শায়িত থাকবে বেলুড় মঠে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।