100 দিনের প্রকল্প সুনিশ্চিত করার লক্ষ্যে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে
অরুণ কুমার
সারাদেশে ১০০ দিনের কাজ কে সুনিশ্চিত করার লক্ষে জনস্বার্থ মামলা করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা।জানা গিয়েছে মহামারী পরবর্তী সময়ে কোটি কোটি MGNREGA প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকের গুরুতর সংকটে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্ট জনস্বার্থ মামলা এই মামলা করা হয়েছে “স্বরাজ অভিযান” নামক সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে।আরও জানা গিয়েছে ,স্বরাজ অভিযান সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে ১০০ দিনের কাজ প্রকল্প বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে এবং ৩০ দিনের মধ্যে সমস্ত বকেয়া মজুরি প্রদান করতে কেন্দ্র সরকারের ওপর নির্দেশ চেয়েছে; প্রতি পরিবারে অতিরিক্ত ৫০ দিনের কাজের জন্যও আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন , স্বরাজ অভিযানের সাধারণ সম্পাদক, অভীক সাহা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) অধীনে কোটি কোটি শ্রমিকের গুরুতর সঙ্কটে হস্তক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করেছে এই সংগঠন।
একটি পিটিশনের মাধ্যমে, স্বরাজ অভিযান সেই কোটি কোটি শ্রমিকের দুর্দশার কথা আদালতের নজরে এনেছে যাদের মজুরি কেন্দ্র সরকার অপর্যাপ্ত তহবিল বরাদ্দের কারণে বকেয়া রয়েছে। আদালতের নজরে এও আনা হয়েছে যে:কোভিড অতিমারী এবং কেন্দ্র সরকারের অপরিকল্পিত লকডাউনের কারণে সারা দেশে কোটি কোটি শ্রমিক জীবিকা হারিয়েছে এবং তাদের জন্য MGNREGA জীবনধারণের একমাত্র সম্বল হয়ে উঠেছে। দুর্ভাগ্যবশত কেন্দ্র সরকার এই হতদরিদ্রদের সমর্থন করার পরিবর্তে এই প্রকল্পকে সংকুচিত করে এর বাজেট ₹ ৩৭,০০০ কোটি কমিয়েছে (২০২০-২১ সালে ₹ ১,১০,০০০ কোটি থেকে ২০২১-২২ সালে ₹ ৭৩,০০০ কোটি)। এই কমানো বাজেটের থেকে ₹ ১৭,০০০ কোটি গত বছরের বকেয়া মজুরি মেটাতে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা ২০২১ আর্থিক বছরের অক্টোবর মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখনো পাঁচ মাস বাকি আছে কিন্তু মজুরি দেবার কোন টাকা নেই। এর ফলে ৭০ লক্ষ শ্রমিকের ₹ ১,১২১ কোটি মজুরি বাকি পড়েছে। কেন্দ্র সরকারের ইচ্ছাকৃতভাবে কম টাকা বরাদ্দের কারণে শ্রমিকরা যে দেরিতে মজুরি পাচ্ছে তার একটি পার্শ্বপ্রতিক্রিয়া হল কাজের চাহিদা কমে গেছে কারণ শ্রমিকরা MNREGA-র কাজ না পেয়ে খুব কম বেতনে অন্য কাজ খুঁজতে বাধ্য হচ্ছে।এ বিষয়ে উল্লেখ করতে হয় যে, MGNREGA-তে কর্মসংস্থান প্রতিটি গ্রামীণ পরিবারের আইনি অধিকার কিন্তু অপর্যাপ্ত তহবিল এবং অনিয়মিত বাস্তবায়নের কারণে এই অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।এই সংস্থার সম্পাদক অভিক সাহা জানিয়েছেন,স্বরাজ অভিযান এই জনস্বার্থ মামলার মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যে কেন্দ্র সরকারকে নির্দেশ জারি করা হোক যাতে MGNREGA বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা হয়, শ্রমিকদের কাজের দাবি যেন পূরণ করা হয় এবং যারা কাজ পায়নি তাদের যেন ১৫ দিনের মধ্যে বেকারত্ব ভাতা দেয়া হয় এবং আগামী ৩০ দিনের মধ্যে সমস্ত বকেয়া মজুরি যেন প্রদান করা হয়। পরিবার প্রতি অতিরিক্ত ৫০ দিনের কাজ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ওপর নির্দেশ চেয়ে প্রার্থনাও করা হয়েছে।জনস্বার্থ মামলাটি শীঘ্রই শুনানি হবে বলে আশা করা যায়।