Sambad Matamat

৪০ তম বঙ্গ সম্মেলন ৩-৫ জুলাই ২০২০ লাস ভেগাসে

বাংলাদেশ কিক্ অফ ৪০ তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন – ২০২০ মিটিং হলো ২৮ শে জুন’২০১৯ নিউ ইয়র্কে উড্ সাইড কুইন্স প্যালেসে । মিলিত হলেন দুই বাংলার প্রবাসী নেতৃত্ব । আগামী বছর তিন বাঙ্গালী বিশেষ ব্যক্তিত্ব তথা হেমন্ত মুখোপাধ্যায়, শেখ মুজিবর রহমান এবং পন্ডিত রবি শঙ্করের জন্ম শতবর্ষ পালন করা হবে ৩-৫ জুলাই ২০২০ লাস ভেগাস ৪০ তম বঙ্গ সম্মেলনে । যেহেতু বাংলাদেশ জাতীর জনক শেখ মুজিবর রহমানের শততম জন্ম বর্ষিকি পালিত হবে, সেহেতু প্রবাসী বাংলাদেশীদের প্রায় এক বছর আগেই এই কিক্ অফ মিটিং । বাংলা দেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ ক্যাবের ( Cultural Association of Bengal – CAB ) বহু কর্মকর্তা উপস্তিত ছিলেন । ছিলেন নজরুল নাতনি অনিন্দিতা কাজী ও হুমায়ুন আহমেদের বিবি সাওন, বাংলাদেশী লেখক সীতাংশু গুহ, বিশ্বজিৎ সাহা, বায়োস্কপের কর্নধার রাজ হামীদ প্রমুখ ।ক্যাব নেতা প্রবীর রায় তো দর্শকাশন থেকেও সাওনের ভূয়সী প্রশংসা করলেন । ভেগাস সম্মেলনে শেখ মুজিবরের নামে মূল মন্চো হবে বলে জানালেন আহ্বায়ক মিলন ওয়ানে এবং ৪০ তম সম্মেলনে প্রবাসী বাংলাদেশীদের বিশেষ অংশ গ্রহন ও সহযোগীতার কথা সবাই অঙ্গীকার করলেন । অনুষ্টান পরিচালক প্রবাসী বাংলাদেশী শাকি জানালেন যে, তিনি সবাইকে সংপৃক্ত করার চেষ্টা করেছেন । তিনি যদিও পশ্চিম বাংলার প্রবাসীদের সেইভাবে চেনেন না এবং বাংলাদেশের কিক্ অফ, তবে ওনার জন্মস্থান নেত্রকণার দিলিপ চক্রবর্তী ( ক্যাবের সভাপতি ) সামান্য বলার সুযোগ পেয়েছিলেন এবং তিনি অভিভূত । সাথে সাথে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান । সারা পৃথিবীর মানুষ বাঙ্গালী(ভারতীয়) বলতে যাকে চেনেন সেই রবীন্দ্র নাথ ঠাকুরের নাম উচ্চারিত হয়নি । শুধু আহ্বায়ক মিলন ওয়ানে একটা অনুষ্ঠানের নাম বলতে গিয়ে মুখ ফসস্কে একবার বলে ফেলেছেন । তবে সভা শুরু হয় রবীন্দ্র সংগীতের মাধ্যমে । ক্যাব প্রবাসী বাঙ্গালীদের পুরনো সংস্থা হলেও নিজস্ব কোনো অফিস বা বাড়ী নেই । সেইজন্য ৪০ তম সম্মেলন সাফল্যমন্ডিত হলে একটা নিজস্ব অফিস বা বাড়ী হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন ক্যাব কর্মকর্তাবৃন্দ ।
Sukumar Roy ( matamat@hotmail.com )

Leave a Reply

Your email address will not be published.