ড: ইউনুস চীন যাচ্ছেন

সীতাংশু গুহ
এটি রাষ্ট্রীয় সফর নয়, একটি এনজিও’র আমন্ত্রণে তিনি যাচ্ছেন। ৮ই আগষ্ট ২০২৪ ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রীয়ভাবে তিনি এখনো কোথাও যেতে পারেননি। কোন সরকার প্রধানের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এপ্রিলের প্রথম সপ্তাহে মোদীর সাথে বৈঠকের চেষ্টা করলেও সেটি হচ্ছেনা বলেই ধরে নেয়া যায়। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক হচ্ছে বলে প্রচার হলেও আসলে সেটি ‘দেখা’ করা, মানসন্মান বাঁচানো। তিনি চীন যাচ্ছেন ‘টাকা’ চাইতে, ভারতকে টেক্কা দেওয়াও উদ্দেশ্য। এসব আলোচনা থাক, তিনি স্বাধীনতা দিবস-এর দিনটিতে যাচ্ছেন কেন? স্বাধীনতা দিবসের ঐতিহাসিক কুচকাওয়াজ তো আগেই বাতিল করেছেন; এখন নিজেও দেশ ছেড়ে ভাগছেন। সচরাচর রাষ্ট্রনায়করা দেশের স্বাধীনতা দিবসে জাকজমক অনুষ্ঠান করে ভিন্ন দেশের অতিথিদের ডেকে আনেন। ড: ইউনুস মন থেকে স্বাধীনতা মেনে নিতে পারছেন না, আগেই তো তিনি ‘রিসেট’ বাটন টিপে দিয়ে ৪৭’এ ফিরে গেছেন? তাঁর সরকারে স্বাধীনতা পক্ষের লোকজন নেই, প্রায় সবাই পাকিস্তানপন্থী। পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চীন আমাদের স্বাধীনতার বিপক্ষে, এবং পাকিস্তানের পক্ষে ছিলো। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু-মিত্র না থাকলেও চীন ও পাকিস্তান পরীক্ষিত বন্ধু নয়! চীন বন্ধু’র বারোটা বাজাতে ওস্তাদ, সর্বশেষ দৃষ্টান্ত শ্রীলংকা ও পাকিস্তান, দু’টি দেশকে চীন দেউলিয়া করে দিয়েছে। শ্রীলংকা এখন ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে চীনপন্থীরা সবাই সাম্প্রদায়িক এবং ভারত-বিদ্বেষী। বলা যায়, ভারত বিদ্বেষ থেকেই চীন-প্রেম।