GeneralGlobal WatchNewsPoliticsSambad MatamatWorld

হাদীর লাশ নিয়ে রাজনীতি করা গেলোনা?

শিতাংশু গুহ, নিউইয়র্ক।।

বছিলাম ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন-কে নিয়ে লিখবো। বাদ দিলাম, কি হবে লিখে? কেউ কথা রাখেনি, শেখ হাসিনা কথা রাখেনি, ড. ইউনুস তো রাখার কোন কারণ নেই! তবু ডাক্তার বর্মন তার চাকুরিটি ফিরে পেয়েছেন, কিন্তু সরকারের ভেতরের কদর্য চিত্রটি তো আরো একবার দেখা গেলো? ডিরেক্টর সাহেব দয়ার সাগর, একজন সহকর্মীকে তুচ্ছতাচ্ছিল্য করলেও মনটা তার জামাতের আমীরের ‘সফেদ’ দাঁড়ির মতই ‘সাদা’। আশির দশকে ডিএমসি’র কর্ণধার সম্পর্কে ঢাকায় একটি শ্লোগান বেশ জনপ্রিয় ছিলো, তা হচ্ছে, ‘মাহমুদুল হাসানের চরিত্র ফুলের মত পবিত্র’।  

ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন, ভাগ্য ভাল তিনি মারা যাননি। প্রশ্ন হচ্ছে, এরপর কে? হাদীর বোনের কান্নার ভিডিও-তে তিনি তাঁর ভাইয়ের ঘটনার জন্যে ভারত, আওয়ামী লীগ ও বিএনপিকে দোষারুপ করেছেন, তাকে কি কেউ এসব শিখিয়ে দিয়েছে? হাদীর কপাল খালেদা জিয়ার চেয়ে ভাল, তারজন্যে এয়ার-এম্বুলেন্স এসেছে, বেগম জিয়ার জন্যে আসি আসি করে আসেনি? গুজব রয়েছে হাদীর আততায়ীরা ভারতে পালিয়ে গেছে? সরকার বর্ডারে সতর্কতা জারির পরও এঁরা পালালো ক্যামনে? এটিও কি ড. ইনুসের মেটিক্যুলাস প্ল্যান? গুলী করলো জামাত, দোষ পড়লো বিএনপি ও ভারতের, ফায়দা নিতে চাচ্ছেন ড. ইউনুস! হাদির লাশ নিয়ে রাজনীতি না করতে পেরে কেউ কেউ বেশ দু:খ পেয়েছেন।  

গর্তে পড়া শিশু সাজিদ মারা গেছে। অভিযোগ উঠেছে নলকূপ বসাতে জামাত নেতা কাছীর উদ্দিন ঐ ৩টি গর্ত খুঁড়েছিলেন। রাষ্ট্র শিশু সাজেদকে বাঁচাতে ব্যর্থ। জামাত নেতার দায়িত্বহীনতা এজন্যে দায়ী। একটি ব্যর্থ রাষ্ট্রের কারণে একটি শিশু অকারণে প্রাণ হারালো। এ দু:খ রাখি কোথায়? দু:খের মধ্যেও হাঁসি পায় যখন শুনি জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, ‘জান্নাতের প্রথম হিন্দু হবেন কৃষ্ণ নন্দী’। একটি শিশু রক্ষায় যারা অপারগ তাদের হাতে জান্নাতের লাইসেন্স কে দিলো? আর হিন্দুরা যে ওনাদের সাথে জান্নাতে যেতে চান, তা-ই-বা উনি জানলেন কিভাবে? ডাঃ শফিক কিন্তু কাদের মোল্লার স্বপ্ন বাস্তবায়নের ডাক দিয়েছেন। কাদের মোল্লার স্বপ্নটা কি ছিলো? 

সার্জিস ও মাহফুজ পদত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টা তাদের সাথে লাঞ্চ করে বলেছেন, এত স্বল্প সময়ে তাঁরা অসাধ্য সাধন করেছেন। ঢাকায় একদা একটি গল্প চালু ছিল যে, ‘দৈনিক আজাদ’র সম্পাদক মাওলানা আকরাম খা যদি কাউকে ‘ফায়ার’ করতে চাইতেন, তাহলে তাকে প্রথমে ভাল করে খাইয়ে তারপর বিদায় দিতেন। ড. ইউনুস কি তাই করলেন, ওই দুই ছাত্র উপদেষ্টা কি প্রথম নির্বাচনী বলী? সাদি গুলিবিদ্ধ হওয়ায় সার্জিস সেটাকে কাজে লাগিয়ে একটি ভাল সমাবেশ করতে পেরেছেন। এজন্যেই হয়তো বলা হয়, ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’।

তারেক জিয়া ২৫শে ডিসেম্বর দেশে আসছেন, সত্যিই কি আসবেন? বলা হয় ব্রাম্মন বা মৌলভীর বাড়ীতে নিমন্ত্রণ খেয়ে হাত না ধোঁয়া পর্যন্ত বিশ্বাস নাই, তারেক জিয়া ঢাকার মাটিতে পা না দেয়া পর্যন্ত কিছুই বিশ্বাস নাই? এদিকে খালেদা জিয়ার অবস্থা নিয়ে নাটক অব্যাহত আছে, তাকে কি ১৬ই ডিসেম্বর মারা হবে, না তারেক জিয়া  আসা পর্যন্ত অপেক্ষা করা হবে? নাকি তিনি সত্যিই সুস্থ হয়ে উঠছেন? খালেদা জিয়াকে নিয়ে ড. ইউনূসের কি কোন মেটিক্যুলাস প্ল্যান আছে? কারণ ড. ইউনূসকে বিশ্বাস নেই, তিনি ‘সর্প হইয়া দংশন করেন, ওঝা হইয়া ঝাড়েন’।

ঢাকা ভার্সিটির অধ্যাপক আকম জামালউদ্দিনের ওপর ডাকসু’র সমাজকল্যাণ সম্পাদকের নেতৃত্বে মব ভায়োলেন্স হয়েছে। তিনি একটি চ্যানেলে বলেছেন যে, মুক্তিযুদ্ধকালে এমন করেই ছাত্ররা শিক্ষকদের ধরে নিয়ে পাকিস্তানী সৈন্যদের হাতে সোপর্দ করতো! ১৯৭১-এ জামাত ও ছাত্র-শিবির এ অপকর্ম করেছে, এখনো ডাকসুতে ছাত্র শিবির ক্ষমতায়। কি আশ্চর্য্য মিল, তাইনা? 

জাতিসংঘ হিউম্যান রাইট্স কাউন্সিলে ইউএনডিআরআইপি ও আইডব্লিউজিআইএ এবং আরো ক’টি আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে, পার্বত্য চট্টগ্রামে জোরজবরদস্তি ইসলামীকরণ চলছে। বিশেষত: শিশুদের শিক্ষার নামে ইসলামীকরণ হচ্ছে। তারা বলেছেন, সামরিক স্থাপনা, পর্যটন ও ধর্মীয় অবকাঠামো নির্মাণের অজুহাতে আদিবাসীদের জমি কেঁড়ে নেয়া হচ্ছে। আদিবাসীদের মধ্যে থেকে জোর করে কাউকে কাউকে বেছে নিয়ে আদিবাসীদের বিরুদ্ধে বলানো হচ্ছে। 

সৌদি দাম্মামে ১০জন বাংলাদেশির শিরোচ্ছেদ করা হয়েছে, কবি (হুজুররা) এখানে চুপ! বাংলাদেশ চুপ। বিএনপি’র মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন। বিভিন্ন টকশো-তে তিনি জামাতকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট রয়েছেন। দেশে একটি কথা চালু আছে যে, মুক্তিযোদ্ধা রাজাকার হবার অনেক ঘটনা আছে, কিন্তু রাজাকার মুক্তিযুদ্ধের সপক্ষে এসেছেন এমন ঘটনা কই? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 

Leave a Reply

Your email address will not be published.