IndiaSambad MatamatTop StoriesWorld

আন্তর্জাতিক পর্যটন দিবস ২০২২

অরুণ কুমার:

পর্যটন সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হলো শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে উত্তরবঙ্গ সিকিম নেপালসহ এই অঞ্চলের বসবাসকারী হোমস্টে ওনার সহ পর্যটন সংস্থার প্রতিনিধিদের নিয়ে প্রথম ইকো ট্যুরিজম হোমস্টে কংগ্রেস। এর আয়োজন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের সহায়তায় বেসরকারি পর্যটন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অফ টুরিজম। বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান ও সেক্রেটারি যথাক্রমে রাজ সুপ্রতিম বসু এবং সম্রাট সান্যাল। এই ইকো ট্যুরিজম কংগ্রেসে বিভিন্ন বক্তারা ইকো ট্যুরিজমকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগের প্রয়োজনীয়তা কথার বলেন। সিকিম নেপালের প্রতিনিধিরা আরও নতুন নতুন ডেসটিনেশনের পাশাপাশি পর্যটকদের আকর্ষণীয় করার ক্ষেত্রে পরিকাঠামো গত দিকগুলি আরো উন্নত করার কথা তুলে ধরেন। ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি সম্রাট সান্যাল বলেন, সরকারকে আরো নজর দিতে হবে পরিকাঠামো বিশেষ করে রাস্তাঘাট জল নিকাশী পানীয় জল সহ আবর্জনা পরিষ্কার স্বাস্থ্য পরিষেবা প্রভৃতির ক্ষেত্রে। উত্তরবঙ্গের রাস্তাঘাট বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে হোমস্টে রয়েছে তার সাথে যোগাযোগ ব্যবস্থা কে আরো উন্নত করতে হবে। পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত রাখার পাশাপাশি আবর্জনা পরিষ্কার স্বাস্থ্যসম্মত দেওয়ার বিষয়টিও সরকারকে ভাবতে হবে। বিষয়ে অন্যান্য বক্তারাও নিজে নিজে এলাকার সম্ভাবনা এবং প্রয়োজনীয়তার কথা এই দিনের ইকো ট্যুরিজম কংগ্রেসের সভায় তুলে ধরেন। উল্লেখ করা যেতে পারে যে বিশ্ব পর্যটন দিবসের প্রাক্কালে শিলিগুড়িতে এই প্রথম ইকো ট্যুরিজম কংগ্রেস আয়োজিত হলো একটি বেসরকারি সংস্থার উদ্যোগে যা আগামী দিনে এই অঞ্চলের একটি স্মরণীয় প্রয়াস বলে চিহ্নিত হয়ে থাকবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ ইকো ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রাজ সুপ্রতিম বসু।

Leave a Reply

Your email address will not be published.