মেট্রোরেল: বাংলাদেশের স্বর্ণযুগে প্রবেশ
।।শিতাংশু গুহ, নিউইয়র্ক।।
মেট্রোরেল’র যুগে বাংলাদেশ। শুরু হলো পথচলা। আগারগাঁও থেকে উত্তরা মেট্রোরেল উদ্বোধন, একধাপ এগিয়ে বাংলাদেশ। প্রথম ট্রেনে যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের প্রমুখ। ট্রেনের চালক ছিলেন মরিয়ম আফিজা। তিনি একদা নিউইয়র্কে ট্রেন-কন্ডাক্টর ছিলেন। প্রবাসী নিউইয়র্কবাসী এতে খুশি। ২০২৬-এ বাংলাদেশের ‘উন্নয়নশীল’ দেশে পদার্পন করার কথা, লক্ষ্য অর্জনে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু ও মেট্রোরেল উন্নয়নের দু’টি শক্ত মাইলফলক। শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে বিপ্লব ঘটাচ্ছেন, তা বলা বাহুল্য।
বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছেন। এবার তিনি কট্টর দক্ষিণপন্থী একটি দলের সাথে কোয়ালিশন করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনিস্কী ইসরাইলের নুতন প্রধানমন্ত্রীকে স্বাগতম জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্র ইসরাইলে ঘনঘন সরকার বদল হলেও বিশ্ব পরিমণ্ডলে এর গুরুত্ব অপরিসীম। তাই হয়তো ইউক্রেন সংশ্লিষ্ট নেতারা তড়িৎ শুভেচ্ছা পাঠিয়েছেন। দেখা যাক, জানু রাজনৈতিক নেতানিয়াহু যুদ্ধ বন্ধে কিছু করতে পারেন কিনা?
ষোড়শ পোপ বেনেডিক্ট’৯৫ মারা গেছেন। বর্তমান পোপ ফ্রান্সিস শোকবাণী দিয়েছেন এবং তিনি নিজে তাঁর শেষকৃত্য করবেন। গত ৬শ’ বছরে এমন ঘটনা ঘটেনি, কারণ কোন ‘সাবেক’ পোপ ছিলেন না, সবাই আমৃত্যু পোপ ছিলেন। যদিও এরআগে ৭ম পোপ গ্রেগরি ১৪১৫ সালে পদত্যাগ করেছিলেন। এতকাল পর ২০১৩ সালে পোপ বেনেডিক্ট স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। বছরের শেষপাদে মারা গেলেন ফুটবল’র জাদুকর, ‘কালো মানিক’ কিংবদন্তি ব্রাজিলের ‘পেলে’ ৮২। নভেম্বরে মারা গেছেন বিশ্বখ্যাত ফুটবলার আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। রাজনৈতিক দিগন্তে বছরের শেষলগ্নে ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী ৯৯ চলে গেলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়েছেন। মার্কিন মিডিয়া ষ্টার বারবারা ওয়াল্টার্স’৯৩ দেহ রেখেছেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই জানতো লাঙ্গল জিতবে, নৌকা দ্বিতীয় হবে। লাঙ্গল বিপুল ভোট জিতেছে ঠিকই, নৌকা চতুর্থ, জামানত বাজেয়াপ্ত। আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী মিলে যা ভোট পেয়েছেন, ‘হাতপাখার’ হুজুর এর চেয়ে বেশি ভোট পেয়েছেন। সুযোগ পেয়ে বিএনপি বলেছে, তত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে পুরো দেশে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হবে? জাতীয় নির্বাচনের এক বছর বাকি, রংপুর একটি ধাক্কা, আওয়ামী লীগকে বাস্তবতা মেনে নুতন করে হিসাব-নিকেশ করতে হবে। বিএনপি রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে। এনিয়ে বেশ কথাবার্তা শুনছি। ভাবছি, রাষ্ট্রকাঠামো তো একাত্তরে নির্ধারণ হয়ে গেছে, নুতন রূপরেখা আবার কি জিনিষ? এটি কি ‘ফেইস লিফ্টিং’ নাকি ‘কসমেটিক সার্জারী’ যাতে আসল চেহারা লুকিয়ে ফেলা সহজ! বিএনপি-জামাতের কর্মসূচী পালিত হয়েছে। নূতনত্ব কিছু নেই, অনেকটা প্র্যাকটিস গেম? বিএনপি’র কিছুটা জনসমর্থন হয়তো আছে, কিন্তু নেতা নেই, বা নেতৃত্বের ব্যাপক কোন্দল দলটি-কে খুব বেশিদূর এগোতে দেবেনা, ক্ষমতা তো বহুত দূর! সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।