IndiaNewsSambad Matamat

পশ্চিমবঙ্গের আদিবাসী গ্রামে সমাজসেবী সংস্থা দ্বারা ত্রাণ বিতরণ

পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বনাঞ্চলের আদিবাসী অধ্যুষিত পিয়ারীগঞ্জ গ্রামের আদিবাসী সমাজ সাক্ষী রইল এক ঐতিহাসিক ত্রান বিতরণ অনুষ্ঠানের। করোনার প্রাদুর্ভাব পরবর্তী পরিস্থিতিতে এবং সারা দেশব্যাপী লক ডাউন অবস্থায় বনাঞ্চল ফাউন্ডেশনের পক্ষ থেকে পিয়ারীগঞ্জ গ্রামের ৭৩জন অতি দুঃস্থ আদিবাসী মানুষের হাতে তুলে দেওয়া হলো দৈন্যদিন জীবনের দরকারি সামগ্রী। সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে গ্রামের মানুষদের হাতে তুলে দেয়া হলো চাল, ডাল, তেল,নুন, আটা, আলু, সয়াবিন বড়ি, সাবান, চা, চিনি, দুধ, বিস্কুট, চকলেট, ফল এবং মাস্ক। সেচ্ছাসেবী সংস্থার দ্বারা এই উদ্যোগের ফলে গ্রামের সহজ সরল আদিবাসী মানুষরা খুবই অভিভূত এবং খুশি হয়েছে ।

এই ত্রান বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনাঞ্চল ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টা অন্নপূর্ণা ঘোষ, মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ডাঃ ছবি নন্দী, ও বনাঞ্চল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কল্যাণ আশীষ ঘোষ। বনাঞ্চল ফাউন্ডেশনের এই শিক্ষণীয় ত্রান বিতরণকে সমগ্র এলাকাবাসী একযোগে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.