কবি, সাহিত্যিক ও গীতিকার হিল্লোল রায় সাম্মানিক ডি. লিট উপাধিতে ভূষিত
দিলীপ চক্রবর্তী
হিল্লোল রায় আজ আমেরিকার বাঙালীর কাছে একজন প্রিয় ও সুপরিচিত মানুষ। হিল্লোল রায় তাঁর বহুমুখী প্রতিভার সাক্ষর আগেই রেখেছেন। কবি, লেখক,গীতিকার ও পরিবেশবিদ বি ই কলেজের প্রাক্তনী এবার একটি নতুন উপাধি তাঁর নামের সাথে যোগ করলেন। Ecuador এর Birland এর Premio Universal হিল্লোলবাবুকে “সাম্মানিক ডি লিট” উপাধি প্রদান করে । Poetas Intergalacticos of Birland তাঁকে এ উপাধি দিয়েছে। এ ছাড়া কলকাতার Applied Computer Technology 2021 সালে হিল্লোলবাবুকে “ Vidya Sagar Award” প্রদান করে । ইটালির মিলান থেকে প্রকাশিত কবিতার বই “Themes and Links” এবং নিউ ইয়র্ক থেকে প্রকাশিত “Celebrate Diwali with Sweets, Lights, and Fireworks” সকলের প্রশংসা অর্জন করেছে এবং এ বই দুটি ভারতের “ India Empire” এ স্থান পেয়েছে ২০০৭ সালে। হিল্লোলের রচিত গান হলিউডের সিনেমায় স্থান পেয়েছে। হিল্লোলবাবু প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ভাইস প্রেসিডেন্ট এল গোরের কাছ থেকেও প্রশংসাপত্র পেয়েছেন EPA region 6 এর প্রধান হিসেবে। National Federation of Indian American Association(NFIA)ও আমেরিকায় কলা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য হিল্লোলবাবুকে “National Award” প্রদান করেছে ২০০৬ সালে। “Marquis Who is who of America” ও তাঁকে তাদের বইয়ে নথীভুক্ত করেছে এবং “500 Leaders of Science” এ হিল্লোলের স্থান স্বমহিমায় উজ্জ্বল তারকার স্থান দখল করেছে। হিল্লোল মাদার টেরেসার জন্য বিভিন্ন সময়ে কাজ করেছে। “মাদার টেরেসার” স্নেহধন্য হিল্লোল “Cousteau Society’s” President Mme. Francine Cousteaর হাত থেকে পরিবেশ সংরক্ষনের জন্য স্বীকৃতি পেয়েছেন। হিল্লোলবাবু তাঁর সৃজনীশীল প্রতিভা ও অক্লান্ত পরিশ্রম দ্বারা মানব সমাজের কল্যান করে চলেছেন।বি ই কলেজের এ প্রাক্তন ছাত্রটি আজ আমেরিকায় বাঙালীর গর্ব। হিল্লোলবাবু তাঁর স্ত্রী লেখিকা সীমা ব্যানার্জী রায়ের সাথে টেক্সাসের গারল্যান্ডে বসবাস করেন। হিল্লোলবাবু CAB (Cultural Association of Bengal)এর আজীবন সদস্য। এ অসামান্য সাফল্য ও কৃতিত্ব লাভে হিল্লোলবাবুর জন্য রইল সকলের অভিনন্দন ও শুভেচ্ছা।