IndiaSambad MatamatTop Stories বাদশা প্রাঙ্গণে ভারতের ৭৬তম(৭৫বর্ষপূর্তি) স্বাধীনতা দিবস উদযাপন করা হলো August 15, 2022 Ebangla Bureau পতাকা উত্তোলন করেন দূর্গাপুর মহকুমার এসডিএম, মাননীয় সৌরভ চ্যাটার্জী মহাশয়। উপস্থিত ছিলেন বাদশার প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বর্তমান মুখ্য উপদেষ্টা মানবেন্দ্র নাথ মন্ডল এবং আনান্যরা।
Pingback: বাদশা প্রাঙ্গণে ভারতের ৭৬তম(৭৫বর্ষপূর্তি) স্বাধীনতা দিবস উদযাপন করা হলো – Badsha Old Age Home