GeneralIndiaNewsSambad Matamat

২৫ শে বৈশাখ ও E bangla

আজ ২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী, ২০০৮ সালে আজকের দিনেই দিল্লিতে তৎকালিন বিদেশমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি মাননীয় প্রনব মুখার্জি মহাশয়ের দ্বারা আমাদের ebangla.in দ্বিভাষিক সংবাদ পোর্টালের যাত্রা শুরু হয় । আজ তেরো পেরিয়ে ১৪ই পাদার্পন । কবিগুরুর জন্মদিনে বিনম্র নিবেদন ।

হে মহান ভাবাদর্শ , হে মহান বিশ্বকবি , আজি এই পুণ্য তিথিতে তব আবির্ভাবে ধন্য মোরা , ধন্য এই মানবজাতি । ধন্য তব কার্যে , ধন্য তব ভাবাদর্শে , ধন্য সম্পূর্ণ ধরা । আজি এই জন্ম তিথিতে সংকটময় ভয়াবহ মুহূর্ত , সমগ্র বিশ্বব্যাপি ছড়াইয়া রহিয়াছে মহামারি । বিশ্বমহামাবি পরিস্থিতিতেও তুমিই আমাদের প্রেরণা ও আশ্রয়স্থল ।সাম্প্রতিক অনিশ্চয়তায় ও পারিপার্শ্বিক নানা কারণে মন যখন আতঙ্কে শঙ্কিত হইয়া উঠে তখন তোমার সৃষ্টিই দেয় মুক্তির সন্ধান …. কবিগুরু তোমাকে জানাই অন্তরের
শ্রদ্ধা ও চরণে শতকোটি প্রণাম ………

** কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
—- শেষ লেখা / ১০ ( কবিতা )
( শেষ লেখা – ১০< শেষ লেখা< কবিতা< রবীন্দ্র-রচনাসমগ্র )

   আমার এ জন্মদিন-মাঝে  আমি হারা 
   আমি চাহি বন্ধুজন যারা
   তাহাদের হাতের পরশে
   মর্তের অন্তিম প্রীতিরসে
   নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ ।
   শূন্য ঝুলি আজিকে আমার ;
   দিয়েছি উজাড় করি
   যাহা কিছু আছিল দিবার ,
   প্রতিদানে যদি কিছু পাই —-
   কিছু স্নেহ , কিছু ক্ষমা —-
   তবে তাহা সঙ্গে নিয়ে যাই
   পারের খেয়ায় যাব যবে
   ভাষাহীন শেষের উৎসবে ।

উদয়ন । শান্তিনিকেতন
৬ মে   ১৯৪১, সকাল ।

Leave a Reply

Your email address will not be published.