EntertainmentGeneralIndiaNewsSambad Matamat

পাদপ্রদীপের আলোয় আনন্দধ্বনি

অনীক রুদ্র
সম্প্রতি কলকাতায় অজিতেশ মন্চে আনন্দধ্বনির উদ্যোগে পাদপ্রদীপের আলোয় অনুষ্ঠিত হলো বসন্ত সন্ধ্যা । সাধারণ সম্পাদিকা জয়তী চক্রবর্তীর দুদশকের বেশী সময় ধরে ঐকান্তিক প্রচেষ্টায় আনন্দধ্বনি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক উল্লেখযোগ্য নাম । সভাপতি অরূপ সিনহা, সহ সভাপতি বিশ্বদেব চক্রবর্তী ও অন্যান্য মহিলা সদস্যাদের সহযোগীতায় সান্ধ্য অনুষ্ঠান এক অন্য মাত্রা পায় । যেখানে গৃহবধূ এবং শিশুদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় । নতুন শিল্পীদের সুযোগ দেবার সাথে বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীরাধা ব্যানার্জী ও গৌতম ঘোষাল এবং গজল গায়িকা কুমকুম ভট্টাচার্যর গান সবাইকে মুগ্ধ করে ।দূরদর্শনখ্যাত দেবাশিস বসু সহ শহরের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট গুনিজন সম্বর্ধনা ও সম্মাননা জানানো হয় । সুন্দরবনের প্রত্যন্ত অন্চলের দুস্থ মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে সেলাই মেশিন প্রদান ও গান্ধী ফাউন্ডেশন ক্যানসার সোসাইটি এবং দেবাঙ্গন বৃদ্ধাশ্রমকে আর্থিক অনুদান দেওয়া হয় । সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় উজ্জ্বল ভট্টাচার্য ও জয়তী চক্রবর্তীর পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয় ।

Leave a Reply

Your email address will not be published.