IndiaNewsSambad MatamatWorld

নেপাল ভারত যৌথভাবে সাইকেল পর্যটন
নতুন দিশা দেখাতে পারে আগামী দিনে

অরুন কুমার:

ভারত ও নেপাল দুই পাশাপাশি প্রতিবেশী দেশ সুদূর অতীত থেকে পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই দুই দেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।এর সঙ্গে যুক্ত হতে চলেছে সাইকেল পর্যটন যা আগামী দিনে দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলবে এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবারের শিলিগুড়ি সিটি সেন্টারে আয়োজিত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিতে এসে জানিয়েছেন নেপাল সাইকেল দলের প্রধান আকাশ শ্রেষ্ঠ। ১৫ জন সদস্যের এই সাইকেল র‍্যালি নেপালের বিরটা মোড় থেকে পশুপতি ফাটক দিয়ে মিরিক তারপর গাড়ি ধুরা, খাপরেল, মাটিগাড়া হয়ে সিটি সেন্টার পৌঁছয় তারা। সেখানে এই সাইকেল র‍্যালির দলকে সংবর্ধিত করে বিশ্ব পর্যটন দিবসের আয়োজক সংস্থা অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অফ ট্যুরিজম এর কর্তারা। একদিন শিলিগুড়িতে অতিবাহিত করে তারা ফিরে যান নেপালে। নেপালের সাইকেল র‍্যালির সদস্যরা শিলিগুড়িতে এসে সংবর্ধিত হতে পেরে আনন্দে আপ্লুত । তারা মনে করেন আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে চলেছে এই সাইকেল সাইকেল পর্যটন। দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বিকাশের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সাইকেল
পর্যটন মধ্যে দিয়ে শারীরিক মানসিক এবং পরিবেশগত উন্নতি করা সম্ভব । সেইসঙ্গে পর্যটনের নতুন নিশা দেখাতে ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে । একথা বলেছেন দলের প্রধান আকাশ শ্রেষ্ঠ। এরপর এই সাইকেল ১৫ জনের এই সাইকেল দল শিলিগুড়ি শহর পরিক্রমা করে হিলকার্ট রোড হয়ে বাগডোগরা, হাতিঘিসা, নকশালবাড়ি,পানিট্যাংকি হয়ে কাকর ভিটা নেপাল ফিরে যায়, সেইসঙ্গে দিয়ে যায় সাইকেল পর্যটন সম্পর্কে এক অভিনব বার্তা।

Leave a Reply

Your email address will not be published.