GeneralIndiaNewsSambad Matamat

“সাহায্যের হাত” নামে স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে অর্গানিক চাষ

সুইচ অন ফাউন্ডেশন এর উদ্যোগে “সাহায্যের হাত” নামে স্বেচ্ছাসেবী সংস্থার তত্ত্বাবধানে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলির চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি সভা। এই সভায় স্থানীয় চাষীদের সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করার জন্য উৎসাহিত করা হয়। শুধু তাই নয় এই জৈবিক পদ্ধতিতে চাষের সমস্ত খরচ সুইচ অন ফাউন্ডেশন কর্তৃক বহন করা হবে এই আশ্বাসও দেওয়া হয়। প্রথম পর্যায়ে খুব শীঘ্রই বেশ কিছু চাষীদের সনাক্ত করে তাদের মনোনীত সবজি চাষ করার কাজ শুরুও করে দেওয়া হবে। এছাড়াও সংস্থাটির পক্ষ থেকে সন্দীপন সরকার বাবু জানান যেহেতু এই অঞ্চলটির কৃষি হল প্রধান জীবিকা আর তাই এই কৃষির জন্য অপরিহার্য জলসেচের কাজেপরিবেশ বান্ধব সোলার ওয়াটার পাম্প ও বসানোর কথা বলেন। এইরূপ জনহিতকর কাজে উচ্ছসিত এলাকার মানুষ। এতে করে স্থানীয় চাষীদের যে কী প্রকারের উপকার হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published.